Sales Funnel

 

Sales Funnel 



Sales funnel হচ্ছে (বিক্রির প্রক্রিয়া)। 

অনলাইন ভিত্তিক ব্যবসার কার্যক্রম চালু রাখতে এবং সফল হতে Sales funnel এর জ্ঞান অর্জন করা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 

Sales funnel এর ৫ টি ধাপ রয়েছে যার ধারণা রাখা জরুরী। 


Sales funnel এর প্রক্রিয়া গুলো নিম্নে দেয়া আছে, 


Attract,

    Facebook & YouTube Content. 

    নির্দিষ্ট একটি প্ল্যাটফর্ম বেছে নিতে হবে।সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব অথবা যেকোনো একটি অনলাইন প্ল্যাটফর্ম।সেখানে নির্দিষ্ট প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে সেই প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন পোস্ট করতে হবে।


Engage

    Like, Share, Comment & Subscribe. 

    লাইক,শেয়ার এবং কমেন্টের মাধ্যমে এনগেজ বাড়াতে হবে।অর্থাৎ এমন পোস্ট করতে হবে যাতে অন্যরা সেটা শেয়ার করে অধিকাংশ মানুষের নিকট ছড়িয়ে দিতে পারে।


Capture,

    Lead collection. 

    কাস্টমারদের নিয়ে একটি তালিকা তৈরি করতে হবে যেখানে তাদের সমস্ত তথ্য লিপিবদ্ধ থাকবে।


Nurture,

    Database Analyses & Communication build. 

    Nurture : ডাটাবেজ অনুযায়ী কাস্টমারের কাছে তথ্য পাঠাতে হবে।এরপর যারা ক্রয় করতে চাইবে তারা তো করবেই আর যারা চাইবে না তাদেরকে পুনরায় প্রোডাক্ট সম্পর্কে বিভিন্ন তথ্য জানিয়ে ক্রয় করার আওতায় নিয়ে আসতে হবে। 


Convert,

    Convert to sales.

    Convert : সর্বশেষ উপরোক্ত চারটি প্রক্রিয়ার কাজ সম্পন্ন করার পর কাস্টমার জিনিস ক্রয় করার শতভাগ নিশ্চয়তা প্রদান করতে হবে।


#DigitalMarketing 

#facebookmarketing 

#salesalesale 

#salesfunnel 

#digitalmarketingexpert 

#digitalmarketingagency

Comments