Instagram 

বর্তমান সময়ে, ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যেকোনো বিষয়ে নিমিষের মধ্যে হাজার হাজার লোকেদের জানিয়ে দিতে পারি।


তবে সেটা, আপনার পার্সোনাল ফটো, ভিডিও, স্টেটাস বা যেকোনো প্রোডাক্ট, সার্ভিস কিংবা ব্যবসাও হতে পারে।


এক্ষেত্রে, যখন আমরা আমাদের ইনস্টাগ্রাম একাউন্ট / প্রোফাইল এর ব্যবহার করে যেকোনো বিষয়ে প্রচার বা মার্কেটিং করে থাকি,


তখন সেই প্রক্রিয়াটিকেই বলা হয় ইনস্টাগ্রাম মার্কেটিং।


উদাহরণ স্বরূপে,


ধরুন আপনার একটি অনলাইন আইটি ব্যবসা রয়েছে।


এখন, ইনস্টাগ্রাম এর মাধ্যমে একটি profile তৈরি করে, বিভিন্ন মার্কেটিং এর প্রক্রিয়া গুলো এপ্লাই করে আপনি অনেক সহজেই নিজের আইটির বিষয়ে লোকেদের জানিয়ে দিতে পারবেন।


এবং, চাইলে নিজের সমস্ত কাজ এবং কোর্স শেয়ার করে সেগুলোর জন্য লোকেদের আগ্রহী করতে পারবেন।


এতে, আপনার ব্যবসার বিষয়ে লোকেরা জেনেনিতে পারবেন আর ফলে আপনি প্রচুর নতুন গ্রাহক (customers) পেয়ে যাবেন।


কেবল আইটি না।  আপনি যেকোনো product, service বা business কে ইনস্টাগ্রাম প্রোফাইল এর মাধ্যমে প্রচার করতে পারবেন।


ইনস্টাগ্রাম মার্কেটিং এর মূল উদ্দেশ্য হলো, ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই ঘরে বসে থাকা অসংখক লক্ষবস্তু গ্রাহক দের কাছে নিজের পণ্যের প্রচার করা।


এবং মার্কেটিং এর ক্ষেত্রে এখানে ব্যবহার করা হয় business, products বা brand এর সাথে জড়িত বিভিন্ন images, videos বা text কনটেন্ট।

 

Comments